ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লন্ডনে খালেদা জিয়া, শেখ হাসিনা ভারতে, জামায়াত আমির কুয়েতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১২ জানুয়ারি ২০২৫

দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। এই তিনটি দলের প্রধান নেতারাই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের অনুপস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন শান্তিতে নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চাপে আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। তার এই দেশত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এবং ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পাড়ি জমান। তিনি বর্তমানে দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা সত্ত্বেও ভারত সরকার তাকে দুইবার ভিসার মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গুম, পিলখানা হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান। বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।

এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে উন্নত চিকিৎসা নিচ্ছেন। ৭ জানুয়ারি তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান। লন্ডনে পৌঁছে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ খালেদা জিয়া বারবার আবেদন করলেও আগের সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বর্তমানে কুয়েতে রয়েছেন। তিনি কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে সেখানে গিয়েছেন। সফরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়সভায় অংশগ্রহণ ও পবিত্র ওমরাহ পালন করেছেন।

এই নেতাদের অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তাদের ফেরত আনতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি