লন্ডনে ছুরিকাঘাতে বাঙালি যুবক নিহত
প্রকাশিত : ১৯:৫৯, ২৭ মে ২০১৯
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ছুরিকাঘাতে এক বাঙালি যুবক নিহত হয়েছে। লন্ডন মেট পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সী ঐ যুবক রোববার রাতে হাসপাতালে মারা যায়।
নিহত যুবকের নাম আলীমুজ্জামান আলিম বলে জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর খালেস উদ্দিন। নিহত যুবকের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার জয়দা গ্রামে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার সাড়ে ৪টায় সময় পূর্ব লন্ডনের মাইলএন্ডের সেন্টপল ওয়েতে। স্যোশাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় সেন্টপল ওয়ে স্কুলের সামনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে বাঁচাতে অন্যান্য যুবকরা প্রাণপণ চেস্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওই সময় দুই যুবক ছুরিকাঘাত হয়। অপর যুবকের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। তবে সে আশঙ্কামুক্ত। লন্ডন মেট্রোপলিটন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
সাবেক কাউন্সিলর ওহিদ আহমেদ জানান, টাওয়ার হযামলেটস কাউন্সিলের পুলিশ সংখ্যা কমানো, ইয়ুথ সার্ভিস বাতিল করার প্রশাসনের অবহেলার কারণে বাঙালি অধ্যূষিত এলাকা একের পর এক ছুরিকাঘাতের ঘটনা ঘটছে।
কেআই/
আরও পড়ুন