ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

লন্ডনে পিঠা মেলা ও গ্লোবাল ফুড ফেস্টিবাল অনুষ্ঠিত

বিকুল চক্রবর্তী, লন্ডন থেকে 

প্রকাশিত : ১১:৫২, ৩০ মে ২০২৪

লন্ডনের বিএসসি মাল্টি কালচারাল সার্ভিসেসের উদ্যোগে বাঙালির ঐতিহ্যে লালিত পিঠা মেলা ও গ্লোবাল ফুড ফেস্টিভাল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকালে লন্ডনের ইপসুইসে বিএসসি মাল্টি কালচারাল সার্ভিসেস কর্ণধার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশর আলীর উদ্যোগে ও ইপসুইস বাজারের সহযোগীতায় আয়োজিত এই অনুষ্ঠানে ইউকেতে বসবাসরত সহস্রাধিক  বাঙালি নারী-পুরুষসহ অনেক ব্রিটিশ নাগরিকও অংশ নেন।

এ মেলায় যেমন বসেছিল অনেকগুলো পিঠার স্টল, তেমনি মুখরোচক বিভিন্ন খাবার ছিল চোখে পড়ার মতো। ভোজন রসিকরা মহাআনন্দে এর স্বাদ আস্বাদন করেন। 

পিঠামেলা শেষে স্টলগুলো থেকে বিজয়ী নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। এছাড়াও এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেয়া হয় একাডেমী পুরস্কার।

মেলায় আগত আসমা আল নাফা  জানান, প্রতিবছরই লন্ডনে বসবাসরত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশর আলীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বশর আলী জানান, বিগত ১২ বছর ধরে তিনি লন্ডনে বসবাসরত নতুন প্রজন্মকে উৎসাহ দিতে দেশীয় সংস্কৃতির বিভিন্ন রকমের পিঠার সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে আল তাজিদ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করে আসছেন। 

তিনি বলেন, আল তাজিদ ফাউন্ডেশন বিগত ২০ বছর ধরে দেশে-বিদেশে মানব কল্যাণে কাজ করে চলছে।  

মেলায় আগত নারীরা বলেন, এটি তাদের কাছে বার্ষিক একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে আসলে অনেকের সাথেই দেখা হয়, আর নানান জাতের পিঠা তৈরি করে নিয়ে আসেন কারণ প্রতিযোগিতা হয় এবং পুরস্কারও পাওয়া যায়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি