ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে সম্মাননা পেলেন সাংবাদিক সরওয়ার হোসেন

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৬, ২৯ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সরওয়ার হোসেন। লন্ডনে প্রায় এক যুগ ধরে সাংবাদিকতায় জড়িত আছেন সরওয়ার হোসেন।

সোমবার লন্ডনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে সম্মাননাপত্র তুলে দেন অতিথিবৃন্দ। 

যুক্তরাজ্যের স্পেকট্রাম রেডিও’র উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পীকার কাউন্সিলর জেনেথ রহমান, মুক্তিযুদ্ধের সময়কালীন সংগীত শিল্পী হিমাংসু গোস্বামী প্রমুখ। 

স্পেকট্রাম রেডিওর পরিচালক মিসবাহ জামালের পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ। 

অনুষ্ঠানে আরও কয়েকজন সাংবাদিককে সম্মাননা জানানো হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি