ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল সম্পাদক তাইসির 

 যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২২

যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষী সংবাদকর্মীদের সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এ নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

নির্বাচনে সভাপতি হিসেবে সাপ্তাহিক পত্রিকা‘র সম্পাদক এমদাদুল হক চৌধুরী ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবদুস সাত্তার পান ১২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাইসির মাহমুদ (১৭৬), নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোসলেহ উদ্দিন আহমেদ (১৩১)। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সালেহ আহমেদ (১৭৮), নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাদির চৌধুরী মুরাদ (১২০)।

এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সহ-সভাপতি রহমত আলী, সহ-সম্পাদক সাইম চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক এবং প্রশিক্ষণ সম্পাদক ইমরান আহমদ, মিডিয়া এবং আইটি সম্পাদক আবদুল হান্নান, ইভেন্ট এবং ফ্যাসিলিটিস সম্পাদক রেজাউল করিম মৃধা।

নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন আহাদ চৌধুরী বাবু, নাজমুল হোসেন, আনোয়ার শাহজাহান, সরওয়ার হোসেন এবং শাহনাজ সুলতানা।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবিই, মুকিম আহমেদ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের মিডিয়া ম্যানেজার রনি মির্জাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান পরিচালন করেন ক্লারেব বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগীত শিল্পী ফাহমিদ নবী এবং ক্লোজআপ ওয়ান তারকা সাকিব খান।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি