লন্ডন স্টক এক্সচেঞ্জে যুক্ত হলো ‘বাংলা বন্ড’
প্রকাশিত : ১৩:৫২, ১২ নভেম্বর ২০১৯
লন্ডন স্টক এক্সচেঞ্জে অভিষেক হয়েছে ‘টাকা ডিনমিনেটেড বন্ড’, যার নাম দেওয়া হয়েছে ‘বাংলা বন্ড’। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুদ্রা টাকার সঙ্গে যুক্ত এ ধরনের বন্ড এই প্রথম।
সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে বাংলা টাকা বন্ডকে লিস্টিং করার অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, বন্ড ছেড়ে বিনিয়োগ জোগাড় সারা বিশ্বেই একটি প্রচলিত পন্থা। বাংলাদেশে এখন সেই পথে পা দিচ্ছে।
তিনি বলেন, বাংলা বন্ড চালু বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের একটি বড় পদক্ষেপ। এ বন্ড চালুর মাধ্যমে বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ আরও সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইএফসির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নেনা স্টেলকোভিক, ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম, বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ ও আইএফসি ডিরেক্টররা।
একে//
আরও পড়ুন