ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডন হাইকমিশনের কর্মকর্তাদের ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা

সরওয়ার হোসেন, লন্ডন

প্রকাশিত : ২২:৫৪, ৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে নিয়োজিত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যা দুর্গতদের জন্য ২ হাজার পাউন্ড অর্থ সহায়তা প্রদান করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের নেতৃত্বে কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার বিকালে লন্ডনে প্রধানমন্ত্রীর অবস্থানস্থলে গিয়ে শেখ হাসিনার কাছে এই অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।

প্রেস সচিব বলেন, হাইকমিশন লেডিস গ্রুপও বন্যা দুর্গত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ হাজার পাউন্ড অর্থ সহায়তা প্রদান করেন।

প্রধানমন্ত্রী অর্থ সাহায্যের চেক গ্রহণকালে বাংলাদেশে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে সরকারি সফরে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি