ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লাঞ্চের পরও উইকেট শূন্য বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৩৩, ৬ অক্টোবর ২০১৭

লাঞ্চের পরও উইকেটের দেখা পাচ্ছেনা টাইগার বোলাররা। ব্লুইমফন্টেইনের ম্যানগাউং ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুস্তাফিজ-রুবেল-তাইজুলদের নির্বিষ বোলিং বেশ ভালোভাবেই সামলাচ্ছেন ডিন এলগার ও এইডেন মার্করাম। ওয়ানডে মেজাজে খেলছেন দুই প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান।

এ প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৫ ওভারে বিনা উইকেটে ১৬২ রান। আগের ম্যাচে ১৯৯ রানের ইনিংস খেলা বাঁহাতি ডিন এলগার ৭৮ ও ডানহাতি মার্করাম ৭৯ রানে ব্যাট করছেন। রান রেট ৪.৬২।

ম্যানগাউং ওভালের পেস ও বাউন্সি উইকেট কাজে লাগিয়ে মুস্তাফিজ-রুবেল-শুভাশিষরা উইকেট তোলে নিবে ভেবেই ফিল্ডিং নিয়েছিলেন মুশফিক। কিন্তু তার সিদ্ধান্তটা মোটেও ভালো হয়নি তা নিশ্চয় মুশফিক নিজেই বুঝে গেছেন।

এর আগে চারটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। চোটের কারণে খেলছেন না তামিম ইকবাল। বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। তাদের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশিষ রায়।

এদিকে, দক্ষিণ আফ্রিকা দলেও এসেছে একটি পরিবর্তন। মরনে মরকেলের ইনজুরিতে দলে ঢুকেছেন বাঁহাতি পেসার ওয়েইন পারনেল

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি