ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫বি২ বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ২৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ-এর আয়োজনে ‘Education for Better Service’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা হ্যাভেন এর প্রেসিডেন্ট লায়ন মাসুম আহমেদ অনষ্ঠানের সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি২ বাংলাদেশ এর জেলা গভর্নর বীরমুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল বাসেত এমজেএফ। প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ১ম ভাইস গভর্নর লায়ন আহমেদ উজ্জামান এমজেএফ, ২য় ভাইস গভর্নর লায়ন মোঃ শফিউল আলম শামিম এমজেএফ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পি আর এল) মাইন উদ্দিন আহমেদ, রিজন চেয়ারপার্সন ডিষ্ট্রিক হেড কোয়ার্টার লায়ন মোঃ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা হ্যাভন এর সাধারণ সম্পাদক লায়ন আলাউদ্দিন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর সাবেক প্রেসিডেন্ট, জেলার রিজন চেয়ারপার্সন লায়ন হামিদুল আলম সখা। লায়ন্স ক্লাব অব ঢাকা হ্যাভেন এর লিও ক্লাব এর প্রেসিডেন্ট লিও তানভীর ফয়সাল স্পর্শ ও সেক্রেটারি মেহেদী।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মাইন উদ্দিন আহমেদ ও হামিদুল আলম সখা'র সম্পাদনায় ‘‘মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবী’’ গ্রন্থের পাঠোন্মোচন করা হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি