ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘লাল সন্ত্রাস’ এর প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০, ১৮ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু কর্তৃক ফেসবুক পোস্টে  ‘লাল সন্ত্রাস’ এর ঘোষণা দেওয়ার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হলপাড়া থেকে মিছিল শুরু করে তারা।

এ সময় ‘উদ্যানের গাঁজাখোর উদ্যানে চলে যা’, ‘লাল সন্ত্রাসের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না’, ‘মেঘমল্লারের দুই গালে জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, যেখানে আমরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি সেখানে প্রকাশ্যে ফেসবুকে লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছেন মেঘমল্লার বসু। সন্ত্রাসী মেঘমল্লারা এই রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি।

তারা বলেন, আমরা চব্বিশ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসী মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে গত কয়েকদিনের বিশৃঙ্খলার ঘটনায় এই সন্ত্রাসীর কোনো হাত আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।

শুক্রবার রাতে অস্ত্র হাতে তুলে নিয়ে লাল সন্ত্রাস কায়েমের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তার এই পোস্টের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

ফেসবুক স্ট্যাটাসে মেঘমাল্লার বসু বলেন, একমাত্র পথ হলো লাল সন্ত্রাস। প্রান্তিক জনগণের সুরক্ষার জন্য প্রতিরোধমূলক সহিংসতা। যতদিন আমরা শুধু প্রার্থনা সভা এবং মিছিল করে যাব, যা কখনো সহিংস হওয়ার ক্ষমতা রাখে না, ততদিন তুমি তোমার সাথীদের সুরক্ষিত করতে পারবে না। মানুষ তোমাকে পছন্দ করবে, কিন্তু কেউ অনুপ্রাণিত হবে না। আর কেউ আরেকটি ‘উদারপন্থী’ দলের প্রয়োজন অনুভব করে না। কেউ ইচ্ছাকৃত শহীদদের পরোয়া করে না। একমাত্র ভালো ফ্যাসিস্ট হলো মৃত ফ্যাসিস্ট।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি