ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৬, ৩১ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে লাশ ফেলার রাজনীতি করছে বিএনপি। লিফলেট বিতরণ করতে গিয়ে এখন তাদের হাঁটু ভেঙে গেছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার দুপুরে নোয়াখালী-৫ আসনের নিজ নির্বাচনী এলাকা কবিরহাটের চাপরাশিরহাটে পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। 

বিএনপির অতীত টেনে ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ক্যু করেছিল মোস্তাক-জিয়া। তারেক জিয়া-খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। এতে আইভি রহমানসহ বহু প্রাণ ঝরে গেছে। এখনও তারা সেই হত্যার রাজনীতি করছে।

তিনি বলেন, নির্বাচনে বিদেশিরা পরামর্শ দিলে গ্রহণ করবো কিন্তু বিএনপির সুরে কথা বললে, আমাদের নির্বাচনে ক্ষতি হলে, তা শুনবো না।

এবারের নির্বাচনে একটা বড় দল নেই মন্তব্য করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান ওবায়দুল কাদের। 

পথসভায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান সভাপতিত্বে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিম 'সহ দলীয় নেতাকর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি