ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লাহোরে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে টর্চলাইটে কাজ করেছেন চিকিৎসকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ১৫ আগস্ট ২০২৩

অব্যবস্থাপনার কারণে পাকিস্তানের লাহোরের স্যার গঙ্গা রাম হাসপাতালের অপারেশন থিয়েটারে বিদ্যুৎ সরবরাহ একদিনের জন্য বন্ধ ছিল। এতে চিকিৎসক এবং রোগীরা অসম্ভব রকম অসুবিধার মধ্যে পড়েন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, বিদ্যুৎ বিভ্রাটের শুরুটা এমন সময় ঘটে যখন ডাক্তাররা এক রোগীর অপারেশন করছিলেন। বিদ্যুৎ চলে যাওয়া ডাক্তাররা বাধ্য হয়ে অপারেশন শেষ করতে টর্চ এবং অন্যান্য উপায় অবলম্বন করেছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, অপারেশনে নিযুক্ত সার্জনরা অন্ধকারেই অপারেশন করছেন।

এদিকে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘটনাটির ব্যাপারে অবগত হয়েছে এবং ফাতিমা জিন্নাহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে এই ব্যাপারে প্রতিবেদন চেয়েছে। এছাড়া এই ঘটনায় কারও দায়িত্বের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

দ্রুত সময়ের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই অব্যবস্থাপনার ঘটনা, বিশেষ করে লাহোরের প্রধান প্রধান সরকারি হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের ঘটনা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া যায়। 

এর আগে জুলাইয়ের শেষ দিকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে একই ধরনের ঘটনা ঘটেছিল। এতে করে বিদ্যুৎ ছাড়াই চিকিৎসকরা অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছিলেন।
সূত্র : এএনআই

কে আই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি