ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লায়লা বেগমের শেষ সম্বল ঘরটিও কেড়ে নিতে চায় সন্ত্রাসীরা

ইকবাল হোসেন জীবন, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৬, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৭:৩১, ১৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বামীর মৃত্যু হয়েছে ৬ বছর আগে, একমাত্র সন্তান সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গু হয়ে ঘরে বসে আছে। শেষ সম্বল সরকারী আশ্রয়নের ঘরটিও নিয়ে যেতে চায় সন্ত্রাসীরা। উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়ে কোন ধরনের সহযোগীতা পায়নি ভূক্তভোগী লায়লা বেগম।

কান্নায় ভেঙ্গে পড়ে লায়লা বেগম বলেন,‘প্রায় ৩ বছর আগে আশ্রয়নের ঘর পায় সেই। মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলের ৩০০ ফিট এলাকার সরকারি ২৪ নং ঘরটি তার। ঘরটি সড়কের পাশে হওয়ায়, ঘরের পাশে রয়েছে কিছু জায়গা। সেই জায়গা নুরুল ইসলাম নামের এক সন্ত্রাসী দখলের পায়তারা শুরু করে। সর্বশেষ সেই জায়গায় মসজিদ নির্মাণ করবে বলে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে।’

লায়লা বেগম জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানাও সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তাদের লিখিত অভিযোগ দিলেও কোনো ধরণের পদক্ষেপ নেয়নি।

মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানায়, লায়লা বেগমের লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল গিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি