ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

লিটনের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের দাপুটে সূচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২ নভেম্বর ২০২২ | আপডেট: ১৬:৩৩, ২ নভেম্বর ২০২২

মাত্র ২১ বলে ফিফটি করার পথে লিটনের একটি শট

মাত্র ২১ বলে ফিফটি করার পথে লিটনের একটি শট

Ekushey Television Ltd.

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে রাহুল-কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। জবাবে মাত্র ২১ বলে ঝড়ো ফিফটি হাঁকিয়ে দলকে দাপুটে সূচনাই এনে দিলেন লিটন দাস।

ভারতের বিপক্ষে জবাবটা ঠিক যেমন হওয়া দরকার ছিল, শান্তকে সঙ্গী করে এদিন অ্যাডিলেডে ঠিক তেমনটাই দিচ্ছেন ওপেনিংয়ে নামা লিটন দাস। তিনটি ছক্কা ও ৭টি চার হাঁকিয়ে মাত্র ২১ বলেই তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম ফিফটি। 

অন্যপ্রান্তে ১৬ বলে ৭ রান নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন বাঁহাতি নাজমুল হোসাইন শান্ত। যার ফলে পাওয়ার প্লে-র ৬ ওভারেই ৬০ রান তুলে ফেলে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের স্কোর বিনা উইকেটে ৬৬ রান। লিটন ৫৯ রানে এবং শান্ত ৭ রানে ক্রিজে আছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি