ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

লিটনের পঞ্চম শতক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২

সেঞ্চুরি পূরণের পর লিটনের উদযাপন

সেঞ্চুরি পূরণের পর লিটনের উদযাপন

রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে পারতেন। ফজল হক ফারুকির বলে লেগবিফোর হলে রিভিউতে দেখা যায়, বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। ফলে সে যাত্রায় বেঁচে যান লিটন দাস। এরপরও আফগানরা কয়েকটাই সুযোগ দিয়েছেন লিটনকে। যা ঠিকঠাক কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক পূর্ণ করলেন টাইগার ওপেনার।

নিজের ৪৯তম ম্যাচ খেলতে নেমে ১০৭টি বল মোকাবেলা করে ১৪টি চারের মারে পৌঁছে যান কাঙ্ক্ষিত শত রানের মাইলফলকে। তারপর আরও দুটি চার ও একটি ছক্কার মারে এখন অপরাজিত আছেন ১২৫ রানে। 
অন্যপ্রান্তে কম যাননি মুশফিকও। ৪১তম ফিফটি পূরণ করে মি. ডিপেন্ডেবলও ছুটছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের লক্ষ্যেই। 

যাতে ৪৫তম ওভারেই আড়াইশ ছাড়িয়ে ২৭২ রানে পৌঁছে গেছে বাংলাদেশ দলের স্কোর। ৮৪ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

এর আগে টস করতে এসে তামিম ইকবাল জানিয়েছিলেন অন্তত ২৬০ রান সংগ্রহের কথা। যদিও শুরুটা যেমন হয়েছিল ব্যাট করতে নেমে, তাতে কিছুটা নিরাশ হন টাইগার ভক্তরা।

দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে। তামিমের পর লিটন দাসের সঙ্গে ৫৪ বলে ৪৫ রানের জুটি বাঁধেন সাকিব আল হাসান। রশিদ খান নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন সাকিবকে। ৩৬ বলে ২০ রান করে সাকিব শিকার হন লেগ বিফোরের।

সাকিবের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে ৬৮ বলে লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। লিটনের পর মুশফিকও ফিফটি তুলে নেন ৫৬ বলে। অবিচ্ছিন্ন রয়েছেন ১৮৯ রান তুলে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি