ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিটন ঝড়ে সিলেটের প্রথম পরাজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ১৭ জানুয়ারি ২০২৩

লিটন দাস

লিটন দাস

Ekushey Television Ltd.

এই প্রথম পুরোপুরি ব্যর্থ হলো সিলেটের টপ-অর্ডার। তাতেই ভেঙে পড়ে দলটি। অবশ্য শেষ দিকে হাল ধরেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। এ দুজনের কল্যাণেই লড়াই করার মতো সংগ্রহ পায় মাশরাফিরা। তবে লিটন দাসের ব্যাটিং ঝড়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর পাঁচ ম্যাচ পর প্রথম পরাজয়ের স্বাদ পেল সিলেট। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়েছে কুমিল্লা। 

শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় সিলেট। জবাব দিতে নেমে পাঁচ উইকেট হারালেও ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।  

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি সিলেটের। ৬ বলে ৭ রান করে হাসান আলির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। এই ধাক্কা সামলে ওঠার আগেই আউট হয়ে যান ইনজুরি আক্রান্ত হৃদয়ের বদলে ব্যাটিং অর্ডারে উন্নতি হওয়া আকবর আলি।

২ বলে মাত্র ১ রান করেন তিনি। এরপর ৮ বলে ৯ রান করে সেই হাসান আলির বলে উইকেটের পেছনে ক্যাচ যায় জাকির হাসানের। আম্পায়ার শুরুতে নট আউট দেন। কিন্তু তৃতীয় আম্পায়ারের কাছে গিয়ে সিদ্ধান্ত বদলে যায়। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ দেখা যায় জাকিরকে।  

স্কোরকার্ডে ৫০ রান তোলার আগেই পাঁচ উইকেট হারানো সিলেট পরে আর পথ খুঁজে পায়নি। দলটির পক্ষে ১৯ বলে ১৩ রান করেন শান্ত, ১৫ বলে ১৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৫৩ রানে ৭ উইকেট হারানোর পর অবশ্য দলের হাল ধরেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম।  

দুজন মিলে ৮০ রানের জুটি গড়েন। ৩ চার ও ১ ছক্কায় ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম। ২ চার ও ছক্কায় ৩২ বলে ৪৪ রান করেন থিসারা পেরেরা। তাতে কুমিল্লার সামনে ১৩৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায় সিলেট স্ট্রাইকার্স।  

জবাব দিতে নেমে ফের কুমিল্লাকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস। ৩৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে লিটন গড়েন ৫৭ রানের জুটি। ১৮ বলে ১৫ রান করে রিজওয়ান রান আউট হন। ৭ চার ও ৪ ছক্কায় মাশরাফি বিন মুর্তজার বলে ৪২ বলে ৭০ রান করে আউট হন লিটন।  

ছয় রানের ভেতর ৩ উইকেট হারিয়ে মাঝে অবশ্য কিছুটা বিপদেই পড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে জনাথন চার্লস ও মোসাদ্দেক হোসাইন মিলে ম্যাচ শেষ করে আসেন। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতলো কুমিল্লা, আসরে প্রথম হারের স্বাদ পায় সিলেট। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি