ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিটন-মুস্তাফিজও জানতো আইপিএলে ম্যাচ পাবে না: পাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ১৭ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ না খেলে লিটন দাস এবং মুস্তাফিজুর রহমানকে ড্রেসিংরুমে বসে থাকতে দেখে অবাক হননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজ। প্রথমবারের মত এবারের আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সে যুক্ত হয়েছেন   লিটন।

সোমবার বিসিবি কর্তৃক আয়োজিত গরীব-দুস্থদের মাঝে খাবার এবং পন্য সামগ্রীর প্যাকেট বিতরণ করার সময় পাপন বলেন, ‘সবাই জানে তারা খেলবে না। এমনকি খেলোয়াড়রাও জানত, তারাও কোন ম্যাচ পাবে না।’

দিল্লির হয়ে খেলা দুই ম্যাচে বল হাতে ব্যয়বহুল ছিলেন মুস্তাফিজ। ঐ দুই ম্যাচই হেরেছে দিল্লি। এখনও কেকেআরের হয়ে খেলার সুযোগ হয়নি তিন ম্যাচ পর দলে যোগ দেয়া লিটন। ওপেনিং স্লটে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের উপর আস্থা রেখেছে কেকেআর। যদি গুরবাজ রান করতে না পারেন তখন একাদশে সুযোগ পেতে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের সাথে লড়াই করতে হবে লিটনকে।

পারিবারিক কারনে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। প্রতিদিনই আইপিএল দেখার চেষ্টা করেন বিসিবি সভাপতি এবং বিশেষভাবে দিল্লি বা কেকেআরের খেলার দিকে বেশি নজর রাখেন।

তিনি বলেন, ‘আসলে এই মৌসুমে নিয়মিত আইপিএল দেখতে পারছি না। কারণ ম্যাচের সময় তারাবির নামাজের সাথে মিলে যায়। কিন্তু যখন কেকেআর বা দিল্লির খেলা থাকে, তখন আমি দেখার চেষ্টা করি এবং আমাদের কোন খেলোয়াড় খেলার সুযোগ পায় কিনা, সেদিকে নজর রাখি।’

মায়ানমারে এএফসি অলিম্পিক বাছাইপর্বে নারী দল না পাঠানোয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সমালোচনা করেছিলেন বিসিবি সভাপতি।

তবে সোমবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের উপর ফিফার নিষেধাজ্ঞার বিষয় কোন মন্তব্য করতে রাজি হননি বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘কোন মন্তব্য নেই। ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার আগ্রহ নেই। তবে আমি নিশ্চিত, ফেডারেশনে যারা আছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি দেখবে। এই বিষয়ে মন্তব্য করার উপযুক্ত সময় এটি নয়।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি