ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিবিয়া থেকে দু–এক দিনের মধ্যে ফিরবেন সাংবাদিক জাহিদুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

লিবিয়ায় সম্প্রতি উদ্ধার হওয়া দুই বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান ও প্রকৌশলী সাইফুল ইসলাম দু-এক দিনের মধ্যেই দেশে ফিরবেন। বর্তমানে তারা ত্রিপোলিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামানের হেফাজতে রয়েছেন। 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, লিবিয়ায় বিনা অনুমতিতে ছবি তোলার মাধ্যমে স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগে সাংবাদিক জাহিদুর রহমানকে আটক করা হয়। লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে। জাহিদুর টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি।

পরিবারের সদস্যরা জানান, ৩ মার্চ টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন জাহিদুর রহমান। পরদিন লন্ডনে পৌঁছান। ইংল্যান্ডের পর তিনি স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ভ্রমণ শেষে লিবিয়ায় যান।

২৩ মার্চ থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর আগের দিন অর্থাৎ ২২ মার্চ দুপুরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ময়দানে সোহাদা নামে পরিচিত গ্রিন স্কয়ারে গিয়ে তিনি একাধিক ছবি তোলেন। সেখান থেকে তিনি লেপসিস ম্যাগনা এলাকায় যান। গ্রিন স্কয়ারে লিবিয়ার জাতীয় পতাকা হাতে এক বৃদ্ধের সঙ্গে তোলা একাধিক ছবিও তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন। এ সময় তার সঙ্গে ছিলেন লিবিয়াপ্রবাসী প্রকৌশলী সাইফুল ইসলাম এবং তাদের স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ। জাহিদুরের পাশাপাশি সাইফুল ইসলাম ও মোহাম্মদ খালেদও নিখোঁজ হন।

পরে ২৮ মার্চ বাংলাদেশের রাষ্ট্রদূত সেখানকার সরকারের সঙ্গে যোগাযোগের পর জানতে পারেন, তারা লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি