লিবিয়ার উপকূল থেকে বাংলাদেশীসহ ৬শ’ অভিবাসী উদ্ধার
প্রকাশিত : ১৬:৫৬, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫৬, ২০ মার্চ ২০১৬
লিবিয়ার পশ্চিম উপকূল থেকে বাংলাদেশীসহ প্রায় ৬শ’ অভিবাসীকে উদ্ধার করেছে নৌবাহিনী। তবে উদ্ধার হওয়া বাংলাদেশীর সংখ্যা জানা যায়নি।
লিবিয়ার নৌবাহিনী জানায়, শনিবার উপকূলীয় এলাকায় চারটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নৌকা ডুবে গেছে বলে জানানো হয়েছে। এসময় ৪ জন নারী অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। এখোনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এদিকে ইতালির সিসিলি প্রণালী থেকে ৯শ’ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। ২০১৫ সালের প্রথম থেকে এখন পর্যন্ত ১২ লাখেরও বেশী অভিবাসন প্রত্যাশী ইউরোপে গেছে। এদর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নাগরিক।
আরও পড়ুন