ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

লিবিয়ার উপকূল থেকে ৬ হাজার ৫শ শরণার্থী উদ্ধার

প্রকাশিত : ০৯:০৭, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:১১, ৩০ আগস্ট ২০১৬

ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূল থেকে নারী ও শিশুসহপ্রায় সাড়ে ছয় হাজার শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির  কোস্টগার্ড। লিবিয়ার সাব্রাতা শহর থেকে ২০ কিলোমিটার দূরের এলাকায় প্রায় ৪০টি অভিযানে তাদের উদ্ধার করা হয়। চলতি বছর এ রুট ব্যবহার করে এক লাখ ছয় হাজারেরও বেশী শরণার্থী ইতালিতে প্রবেশ করেছে। পাঁচদিন বয়সী যমজ দুই নবজাতক। পৃথিবীর আলো বুঝে ওঠার আগেই চরম বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাদের। ছোট্ট এই জীবনের ঝুঁকি নিয়ে পারি দিতে হয়েছে ভূমধ্যসাগর। লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার শরণার্থীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ডসহ অনান্য মানবাধিকার সংস্থা। সাম্প্রতিক সময়ে একসাথে উদ্ধার করা অভিবাসীদের মধ্যে এটি অন্যতম বড় ঘটনা। প্রায় ৪০টি অভিযান চালিয়ে ইরিত্রিয়া ও সোমালিয়া থেকে আসা এসব শরণার্থীদের লিবিয়ার সাব্রাতা শহর থেকে ২০ কিলোমিটার দূরের এলাকা থেকে উদ্ধার করা হয়। রবিবারও একই এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় বারোশ’ শরণার্থীকে। লিবিয়ার রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে দেশটিকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে মানব পাচারকারীরা। চলতি বছর সাগরপথের এ রুট ব্যবহার করে এক লাখ ছয় হাজারেরও বেশি শরণার্থী ইতালিতে পৌঁছে। যাদের মধ্যে প্রাণ হারিয়েছে দুই হাজার সাতশ’রও বেশি। লিবিয়ায় এখনো দুই লাখ পঁচাত্তর হাজার শরণার্থী ইতালিতে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি