লিবিয়ার দেরনা শহরেই মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে
প্রকাশিত : ০৮:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০২৩
লিবিয়ায় ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় শুধু দেরনা শহরেই নিহতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে।
রেডক্রস জানিয়েছে, শহরটিতে মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে। এখনও বন্দর নগরীটিতে ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এ অবস্থায় সাগর ও ধ্বংসস্তূপের নিচে মরদেহ খোঁজার কাজ অব্যাহত রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেরনা ছাড়াও অন্যান্য শহরেও ১৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এখনো উদ্ধার না হওয়া গলিত মরদেহগুলো থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে দেয়া হচ্ছে গণকবর। শুধু বৃহস্পতিবারই ৩ হাজারের বেশি মরদেহ দাফন করা হয়। বিভিন্ন দেশ থেকে সহায়তা আসলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো মানবিক সহায়তার ব্যাপক ঘাটতি রয়েছে।
এসবি/
আরও পড়ুন