ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

লিবিয়া উপকূল থেকে ৭ মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ২ নভেম্বর ২০১৭

লিবিয়া ও ইতালির উপকূল থেকে ৭ মরদেহ উদ্ধার করেছে ইতালিয় কোস্টগার্ড। এসময় বিভিন্ন অভিযানে আরো ৯০০ জনকে উদ্ধার করা হয়েছে। খবর মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটরের।

বুধবার লিবিয়ার উপকূলের দক্ষিণ ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড।

কোস্টগার্ডের এক মুখপাত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের অধীনে পরিচালিত নৌবাহিনীর একটি জাহাজ ভূমধ্যসাগরে টহল দেওয়াকালে তাঁদের উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। এদিকে ভিন্ন আট অভিযানে আরো ৯০০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের শিগগিরই ইতালি নিয়ে যাওয়া হবে বলে তিনি মিডল ইস্ট মনিটরকে জানান।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ১ লাখ ১১ হাজার ৩৯৭ জন অভিবাসী ইতালি পৌঁছেছে। গত বছর এই সময়ে এর সংখ্যা ছিল ১ লাখ ৫৯ হাজার ৪২৭ জন। তবে সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার হার কমেছে বলে মনে করছে লিবিয়া। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, চলতি বছর ২ হাজার ৬৩০ জন অভিবাসী সাগরপথ পাড়ি দিতে গিয়ে মারা গেছেন। আর এর অধিকাংশই লিবিয়া, মিশর, সিরিয়া ও তিউনিসিয়ার নাগরিক।

এমজে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি