ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

লিভারপুলের টানা চার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২ সেপ্টেম্বর ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জাল অক্ষত রাখার পর চরম এক ভুল করে বসলেন ব্রাজিলের আলিসন। তবে তাতে লিভারপুলের জয়রথ থামেনি। গোল করেছেন সাদিও মানে ও রবের্তো ফিরমিনো। আর তাতেই প্রথমবারের মতো মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটি জিতলো লিভারপুল।

শনিবার কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষেই অবস্থান করছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

নিজেদের মাঠে পুরো ম্যাচে দাপট দেখালেও হার এড়াতে ব্যর্থ হয় স্বাগিতিকরা। তবে প্রতিপক্ষের মাঠে শুরুটা দারুণ হয় ছন্দে থাকা লিভারপুলের। ম্যাচের ১০তম মিনিটে বাঁ-দিক থেকে ইংলিশ ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসনের পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন সেনেগালের ফরোয়ার্ড মানে।

আর ম্যাচের ৪৫তম মিনিটে জেমস মিলনারের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।

বিরতির পরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় লেস্টার। তবে অলরেডস গোলরক্ষক অ্যালিসনের ভুলে রাচিড গ্যাজেল একটি গোল শোধ করেন। ম্যাচের ৬৩তম মিনিটে ফন ডাইক দুর্বল ব্যাক পাস ধরতে বক্স ছেড়ে এগিয়ে আসেন এই ব্রাজিলিয়ান। সেই সুযোগে ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন বল কেড়ে নিয়ে বাড়ান ডি-বক্সে। অনায়াসে বল ঠিকানায় পাঠান আলজেরিয়ার ফরোয়ার্ড রাশিদ গেজাল। চলতি লিগে লিভারপুলের জালে এটাই প্রথম গোল।

ম্যাচের বাকি সময় খেলার ফিরতে লেস্টার আপ্রাণ চেষ্টা চালায়। তবে বাকি সময়ে জাল অক্ষত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

এ জয়ে চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিভারপুল। অন্যদিকে সমান ম্যাচে দুটিতে জেতা লেস্টারের পয়েন্ট ৬। প্রসঙ্গত, ১৯৯০-৯১ মৌসুমের পর এই প্রথম লিগে নিজেদের প্রথম চারটি ম্যাচ জিতলো লিভারপুল।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি