ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লিভারপুলের টানা দ্বিতীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২১ আগস্ট ২০১৮

গত মৌসুমের পর নতুন মৌসুমেও ফর্মের তুঙ্গে রয়েছে লিভারপুল। সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এতে সমান পয়েন্ট নিয়ো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

ম্যাচের ৪৫ মিনিটে ডি বক্সের ভেতরে মোহাম্মদ সালাহকে ফেলে দেন শাকহো। পেনাল্টি পায় লিভারপুল। সফল স্পটকিকে ক্রিস্টাল প্যালেসের জালে বল পাঠান জেমস মিলনার। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল। ফিরে এসে ৯৩ মিনিটে সালাহর বাড়ানো পাসে লক্ষ্যভেদ করেন মানে।

এর আগে ৭৮ মিনিটে দশ জনের দলে পরিণত হয় ক্রিস্টাল প্যালেস। ২০ বছর বয়সি অ্যারন ওয়ান বিসাকা মোহাম্মদ সালাহকে একা পেয়ে ফাউল করায় লাল কার্ড হজম করেন। এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে লিভারপুল। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরাও জিতেছে দুটি ম্যাচ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে গার্দিওলার শিষ্যরা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি