লিভারপুলের বিপক্ষে সিটির দুর্দান্ত জয়
প্রকাশিত : ১০:৪৪, ৪ জানুয়ারি ২০১৯
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে গোল দুটি করেন আগুয়েরো ও সান।
তবে প্রথম স্থান হারায়নি লিভারপুল। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৫০।
প্রথমার্ধে দু’ দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে। তবে শেষ দিকে আগুয়েরো ডানপাশ থেকে বার্নার্দো সিলভার বাড়ানো বল পেয়ে বাঁ পায়ের বুলেট গতির এক শটে দুর্দান্ত এক গোল করে সিটিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
পিছিয়ে পরে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে লিভারপুল।
পরে ৬৩তম মিনিটে রবের্ত ফিরমিনোর শট এদেরসন আটকানোর পরের মিনিটেই সমতার স্বস্তি ফেরে লিভারপুল সমর্থকদের মুখে।
তবে সিটিকে আটকাতে পারেনি লিভারপুল। ৭২ মিনিটেই আবার এগিয়ে যায় তারা। পরে একাধিকবার সুযোগ পেয়েও কোনো দলই আর গোল করতে পারিনি।
এমএইচ/