লিভার রোগে মৃত্যুর প্রধান কারণ লিভার সিরোসিস : ডা. মাহাতাব
প্রকাশিত : ১৯:০৫, ২৭ এপ্রিল ২০১৯
সারা পৃথিবীতে লিভার রোগে মৃত্যুর প্রধান কারণ লিভার সিরোসিস ও এর জটিলতাসমূহ। বাংলাদেশে প্রতি বছর প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ এইসব রোগে মৃত্যুবরণ করেন। আর এই জটিলতাগুলোর অন্যতম হচ্ছে হেপাটিক কোমা। আজ চট্টগ্রামে হোটেল পেনিন্সুলায় হেপাটিক কোমার চিকিৎসা উপর একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রামের ৩০ জনেরও বেশি লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব (স্বপ্নীল)। তিনি তার বক্তব্যে হেপাটিক কোমা চিকিৎসায় এল-ওরনিথিন এল-এসপারটেটের গুরুত্ব তুলে ধরেন। সেমিনারটির আয়োজক ছিল মুন্ডিফার্মা বাংলাদেশ লিমিটেড।
এসএইচ/