ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

লীগের জন্য ছাড় পাবেন জাতীয় দলের ক্রিকেটাররা

প্রকাশিত : ১৫:১২, ৯ এপ্রিল ২০১৯

বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে আগেই। আয়ারল্যান্ড সফরের জন্যও স্কোয়াড পেয়ে গেছেন নির্বাচকরা। এরই মধ্যে তারা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নির্বাচক প্যানেলের সদস্য খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বৈঠক করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছেন। বিসিবি সভাপতিরও দল ঘোষণা করতে নির্বাচকদের একপ্রকার মৌখিক অনুমোদন দিয়ে রেখেছেন।

২৩ এপ্রিলের বেঁধে দেওয়া সময়ের ভেতরে আইসিসিকে ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল পাঠাতে হবে বিসিবিকে। তারও আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করতে হবে নির্বাচকদের। ৫ মে থেকে শুরু হতে যাওয়া ওই সিরিজে বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটারের সঙ্গে আরও দু’জনকে সম্পৃক্ত করার পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। আয়ারল্যান্ড সফরের জন্য ১৭ জনের স্কোয়াড ১৮ এপ্রিল ঘোষণা করতে চান নির্বাচকরা। ক্যাম্প শুরু হবে ২২ এপ্রিল। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ক্যাম্প শুরু হলেও লীগে ম্যাচ খেলার জন্য ছাড় পাবেন ক্রিকেটাররা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ২০ জনের একটা সংক্ষিপ্ত তালিকা তারা করে রেখেছেন। সুপার লীগের দুই-তিন রাউন্ড যাওয়ার পরই হয়তো এই সংক্ষিপ্ত তালিকায় থাকা অতিরিক্তদের নাম কেটে দেবেন। একবার চূড়ান্ত দল ঘোষণা হয়ে গেলে বাড়তি খেলোয়াড় অনুশীলনে রাখা না রাখার কোনো অর্থ বহন করে না। সেক্ষেত্রে আয়ারল্যান্ড সফরের দলে থাকা ক্রিকেটারদের নিয়েই হতে পারে ক্যাম্প।

এই ক্যাম্প শুরু কারা নিয়ে নান্নু বলেন, ‘ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগের খেলা চললেও ২২ এপ্রিলই ক্যাম্প শুরু করতে চাই। প্রথম দিনটা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে।’

আগের যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের ক্যাম্পের প্রথম দিনেও ক্রিকেটারদের ফিটনেস দেখা হয়েছে। এবার ফিটনেসের পাশাপাশি ক্রিকেটাররা স্কিল নিয়েও কাজ করতে পারেন প্রধান কোচ স্টিভ রোডস। কারণ ছুটিতে থাকা ক্রিকেটারদের কেউ কেউ ব্যাটে-বলের অনুশীলন ভালোভাবে শুরু করেননি। এ ছাড়া আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেওয়ার আগে মাত্র এক সপ্তাহ প্র্যাকটিসের সময় পাবেন তারা। অবশ্য নান্নু একটু বাড়তি তথ্যও যোগ করেছেন, তিনি জানান, সুপার লীগের শেষ রাউন্ডের খেলা ২৩ এপ্রিল হবে। শেষ রাউন্ডের কোনো ম্যাচ শিরোপা নির্ধারণী সমীকরণে থাকলে, জাতীয় দলের ক্রিকেটারদেরও খেলার জন্য ছেড়ে দেওয়া হবে। যারা ওই দিন লীগের ম্যাচ খেলবেন না, তারাই শুধু ২৩ এপ্রিল অনুশীলনে থাকবেন। তাদের মধ্যে চার সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ তো রয়েছেনই, পাশাপাশি যাদের দল সুপার লীগে উঠতে পারবে না তারাও থাকবেন ক্যাম্পে।

সে যাই হোক, দেশের ক্রিকেটের সব কার্যক্রমই এখন বিশ্বকাপ ঘিরে। এই সময়ে ঢাকা প্রিমিয়ার লীগ আয়োজন, লীগে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ভালো খেলোর প্রচেষ্টা, নির্বাচকদের নিয়ম করে মাঠে থাকা আর খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণের মাধ্যমে বিশ্বকাপের দল গঠন করা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি