ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

লুইসিয়ানায় আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ফ্রানসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় আছড়ে পড়লো ঘূর্ণিঝড় ফ্রানসিন। মর্গান সিটিতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। তখন ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় একশ কিলমিটার। মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের ফলে প্রবল বৃষ্টি হবে এবং বন্যার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়ে তখন অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিল না।

এই ঘূর্ণিঝড় নিয়ে লুইসিয়ানা ও তার প্রতিবেশী রাজ্য মিসিসিপি জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং মানুষকে ঘরে থাকতে বলেছে।

লুইসিয়ানার গভর্নর বুধবার বলেছেন, মানুষ যেন রাস্তায় না থাকেন।

এখনো পর্যন্ত যা জানা গেছে

সরকারিভাবে জানানো হয়েছে, দক্ষিণ লুইসিয়ানায় প্রবল বেগে ঝোড়ো হওয়া বইছে। বৃষ্টিও শুরু হয়েছে। জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র(এমএইচসি)-র ডিরেক্টর জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরো বেশি জায়গা জুড়ে ঝড়-বৃষ্টি হবে। মানুষ যেন জানলার পাশে না থাকেন।

লুইসিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রি জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট বাইডেনকে কেন্দ্রীয় স্তরেও জরুরি অবস্থা জারি করার অনুরোধ করেন। বাইডেনও দ্রুত তা মেনে নেন। গভর্নর বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

লুইসিয়ানার ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে হেলিকপ্টার, নৌকা, গাড়ি প্রস্তুত রেখেছে। সব যানবাহনে জ্বালানি ভরে রাখা হয়েছে। কিছু হলেই দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে যাবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি হারাবে।

বৈজ্ঞানিকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি