ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

লেখাপড়ার পাশাপাশি বড় মনের মানুষ হতে হবে:ডা.কনক কান্তি বড়ুয়া

প্রকাশিত : ২০:১৪, ২৮ জুন ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন,‘লেখাপড়ার পাশাপাশি বড় মনের মানুষ হতে হবে। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে বাস্তবায়ন করতে কঠোর লেখাপড়ায় মনোনিবেশ করে সাফল্য অজর্নের লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হবে। তোমরাই একদিন এদেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। পাঠ্য বইয়ের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই দেশ ও জাতি উপকৃত হবে।’

শুক্রবার (২৮ জুন) বিকেল ৪টায় রাজধানীর তোপখানায় চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতি-ঢাকা কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র ত্রিপিটক পাঠ, পবিত্র গীতা পাঠ এরপর সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ২০১৮ সালের পিএসসি, জেএসসি ও জেডিসি এবং ২০১৯ সালের এসএসসি/সমমানের পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে তাঁদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক মাবুদ সালাহ্উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি, শিক্ষা ও পাঠাগার উপ-পরিষদের আহবায়ক ও ওয়েল গ্রুপের সিইও সৈয়দ নুরুল ইসলাম এবং চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ।

আহবায়ক সৈয়দ নুরুল ইসলাম তাঁর স্বাগত ভাষণে নিজের শিক্ষাজীবনের বাস্তব অভিজ্ঞতার বর্ণনা দেন এবং সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানান।

জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরা জীবনে হাল ছেড়ো না, তাহলে চ্যাম্পিয়ন হয়ে বেঁচে থাকবে বাকি জীবন।      

শিক্ষা ও পাঠাগার সম্পাদক মাবুদ সালাহ্ উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে ২০১৮ সালে পিইএস, জেএসসি ও জেডিসি এবং ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় সমিতির জীবনসদস্যদের ৯৯জন জিপিএ-৫ প্রাপ্ত সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত ৯৯জন কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে ক্রেস্ট ও  পুরস্কার হিসেবে মূল্যবান বই প্রদান করা হয়।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন সাফফাত সাজ্জাদ কাফি, মোস্তাইনুল মাওয়া নানজীবা এবং এসএসসি ওলেভেলের ছাত্রী সামিরা হক লারা। তারা তিনজনেই চট্টগ্রাম সমিতির এ উদ্যোগকে স্বাগত জানান এবং এধরনের অনুষ্ঠান করার জন্য সমিতিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট নাসরীন সিদ্দিকা লিনা, হাসপাতাল কমিটির সদস্য সচিব মো. মহিউল ইসলাম মহিম, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নির্বাহী কমিটির সহ-সভাপতি জয়নুল আবেদিন জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক, এম. সাইফুদ্দিন আহমদ (বাবুল) ও শফিকুর রহমান শফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম ওয়াহিদ উল্লাহ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ শাহজাহান (মন্টু), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু) নির্বাহী সদস্য মো. শাহাদাত হোসেন চৌধুরী (হিরো), মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, রাহুল বড়ুয়া, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী চৌধুরী প্রমুখ।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি