ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব সস্ত্রীক করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১২ জুলাই ২০২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

আইন মন্ত্রণালয় শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টা ৪ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। ৭ জুলাই সেখানে তাদের করোনার নমুনা পরীক্ষা করা হলে ফলাফল পজেটিভ আসে। 

লেজিসলেটিভ সচিব নরেন দাস বর্তমানে বিএসএমএমইউয়ের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসাধীন। দ্রুত আরোগ্যলাভের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি