ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

লেবানন ছাড়ার হিড়িক, একদিনে সিরিয়া গেল ৭ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১২ অক্টোবর ২০২৪ | আপডেট: ১২:৩২, ১২ অক্টোবর ২০২৪

লেবানন ছাড়ার হিড়িক পড়েছে। গত ২৪ ঘন্টায় লেবানান থেকে প্রায় ৭ হাজার লোক সিরিয়ায় প্রবেশ করেছে। একই সময়ে ইসরায়েলি বিমান হামলায় ৬০ জন নিহত এবং ১৬৮ জন আহত হয়েছেন।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ বিষয়টি জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ওলেগ ইগানসিয়ুক বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় আল-আরিদা, আল-জাওয়াশিয়ে, আল-দাবুশিয়ে, জিসার কামার এবং জায়দার ইয়াবুশ চেকপয়েন্ট হয়ে ৬ হাজার ৮৮৬ জন লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে।

তিনি আরও বলেছেন, সিরীয় কর্তৃপক্ষ ও রুশ পুনর্মিলন কেন্দ্র এক পুরুষ, দুই নারী ও সাত শিশুসহ মোট ১০ শরণার্থীকে আল-তানফ এলাকার রুকবান সীমান্ত অতিক্রম করতে সহযোগিতা করেছে। ওই এলাকার মানবিক পরিস্থিতি বিপর্যয়ের দ্বারপ্রান্তে।

এদিকে, লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৬০ জন নিহত এবং ১৬৮ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। লেবাবনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ৫৭টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে বৈরুতের উপশহর এবং বেক্কা ভ্যালিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। 

গত বছর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে বৈরুতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ২২৯ মানুস প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে ১০ হাজার ৩৮০ জন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি