ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লেবানন ত্যাগের নির্দেশ তিন দেশের নাগরিকদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১০ নভেম্বর ২০১৭

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত তার নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে । একই সাথে দেশটিতে নতুনকরে ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপি পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে, লেবাননের বর্তমান পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত তার নাগরিকদের দেশে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের যে কোন দেশে অবস্থানরত তার নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্য্ন্ত দেশটিতে ভ্রমণের নির্দেশ দেন সৌদি কর্তৃপক্ষ।

এর কয়েক ঘণ্টা পরই সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লেবাননে অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেন। সৌদির ঘনিষ্ঠ মিত্র বাহরাইন ইতোমধ্যে লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেন। একই সাথে নিরাপত্তার অজুহাতে দেশটিতে ভ্রমনের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি