ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাত্তার ও সা. সম্পাদক শাহেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ৩১ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সম্প্রতি অনুষ্ঠিত লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক পদে মো. শাহেদ আহমেদ (লেলিন) নির্বাচিত হয়েছেন।

১৫ সদস্যের কার্যকরী কমিটির মধ্যে সাত্তার-শাহেদ প্যানেল থেকে ১১ জন ও ইউনাইটেড প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন। এই দুই প্যানেল থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এ কে এম বশির ও শারমিন সুলতানা মৌসুমী, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, ট্রেজারার এ এস এম আনিসুজ্জামান (তুহিন), লাইব্রেরি সম্পাদক মো. রায়হানুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এস এম আলমগীর হোসেন। এছাড়া সদস্য পদে এইচ এম সাজেদুর রহমান (সাজু), মো. বেলায়েত হোসেন, মো. কবির হোসেন তালুকদার, মো. মহিউদ্দিন হাওলাদার, আব্দুল্লাহ মাসুদ রিয়ন, মাজেদা খাতুন, মো. ইমাম হোসেন খান মামুন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে শারমিন সুলতানা, বেলায়েত হোসেন, রায়হানুল ইসলাম ও মাজেদা খাতুন ইউনাইটেড প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাসুদ হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মো. সাজেদুল ইসলাম দায়িত্ব পালন করেছেন।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি