ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লোকমান হোসেন ফকিরের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:০৮, ২৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

চলচ্চিত্র পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ লোকমান হোসেন ফকিরের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৯১ সালের আজকের দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।

১৯৩৪ সালের ২৭ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইলে জন্মগ্রহণ করেন তিনি। লোকমান হোসেন একজন সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। নিজ গ্রাম নিকরাইলে ১৯৮৬ সালে শমসের ফকির বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি। তার রচিত ও সুরারোপিত কয়েকটি গান হলো আবার জমবে মেলা বটতলা হাটখোলা, পতাকায় বাঁধা লাল সূর্যটা চিরদিন অম্লান থাকবে এবং আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমায় একজন কালো মানুষ দাও যার রক্ত কালো। তার এই গানটিতে সুর দিয়েছেন সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকা।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি