ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লোক নিচ্ছে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

সম্প্রতি শূন্য পদে নিয়োগের জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় বিজ্ঞপ্তি দিয়েছে। ২টি পদে ২৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে সরকারের এই প্রতিষ্ঠানটি। সকল জেলার নাগরিকরা ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

পদ: ড্রাইভার
পদ সংখ্যাঃ ২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
আবেদনের যোগ্যতা: অষ্টম/জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ হতে হবে।

পদ: অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ২১
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/- টাকা
আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে।

আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ১নং পদের জন্য ১১২ টাকা এবং ২নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস’র মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র জমাদান দেওয়া শুরু হবে ১৬ অক্টোবর এবং শেষ হবে ১৫ নভেম্বর বিকেল ৫টায়।

বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানের www.boilder.gov.bd এই ওয়েবসাইটে।

এএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি