লো পেন’র বিরুদ্ধে একাট্টা ফ্রান্সের প্রগতিশীল দল
প্রকাশিত : ১০:৩৭, ২৫ এপ্রিল ২০১৭
ডানপন্থি লো পেন’র বিরুদ্ধে একাট্টা হলো ফ্রান্সের সকল প্রগতিশীল দল।
ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মারি লো পেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে মাঠে নামছেন দেশটির প্রগতিশীল দলগুলো। অভিবাসন বিরোধী, রক্ষণশীল লো পেন নির্বাচিত হলে ফ্রান্সে ভয়াবহ সমস্যা হবে বলে বলছেন তারা। লো পেন জিতলে তা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হবে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এদিকে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ চলছে ফ্রান্সে। লো পেন এবং ইমানুয়েল ম্যাক্রন নির্বাচনে ৫০ শতাংশ ভোট না পান নি। তাই দ্বিতীয় দফার নির্বাচনে তারা অংশ নিতে পারেন না বলে অভিযোগ তাদের।
আরও পড়ুন