ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শক্তিশালী কোরিয়াকে হারাল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ২৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৩, ৩০ এপ্রিল ২০১৮

থাইল্যান্ডে অনুষ্ঠিত যুব হকির বাছাইপর্বে তৃতীয় হয়েছে বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সবাইকে চমকে দিয়ে লাল সবুজের যুবারা ৫-৪ গোলে জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

এই ম্যাচে আবেদ উদ্দিন, মেহেদী হাসান, সারোয়ার ও সবুজের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর কোরিয়া পর পর ৩ গোল করে ম্যাচ জমিয়ে দেয়। পরে বাংলাদেশের পক্ষে ৫ নম্বর গোল করার মাধ্যমে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। পরে ম্যাচ শেষ পর্যায়ে কোরিয়া ব্যবধান কমাতে ৪ নম্বর গোল করেন।

উল্লেখ্য যে, গ্রুপ পর্বে বাংলাদেশ সিঙ্গাপুরকে ১০-৪, চায়নিজ তাইপেকে ১২-২ এবং কম্বোডিয়াকে ২০-০ গোলে পরাজিত করে। মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হেরে আর পাকিস্তানকে ৩-৩ গোলে রুখে দিয়ে নিশ্চিত হয়েছিল সেমিফাইনাল।

এমএইচ/টিকে

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি