শখের বসে কবুতর পালন করে সাবলম্বী গোলাম মোস্তফা (ভিডিও)
প্রকাশিত : ১৪:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
শখের বসে কবুতর পালন শুরু করে এখন তা খামারে পরিণত করেছেন কুষ্টিয়ার গোলাম মোস্তফা। বর্তমানে তার খামারে রয়েছে ১০৫ প্রজাতির প্রায় ৭০০ কবুতর। পেশায় হস্তশিল্প সামগ্রী ব্যবসায়ী মোস্তফা মনে করেন বাণিজ্যিকভাবে কবুতর পালন করে আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি স্বাবলম্বী হওয়া সম্ভব।
কথা বলে জানা গেছে, ১৯৭৬ সালে কুষ্টিয়ার বাস টার্মিনাল এলাকায় ভাড়া বাসায় ১২ জোড়া কবুতর পালন শুরু করেন মোস্তফা। পরবর্তীতে শহরের কাস্টম মোড়ে নিজ বাড়ির ছাদে শুরু করেন কবুতর পালন। এখন তার খামারে বিরল প্রজাতির প্রায় ৭০০ কবুতরের বসবাস।
এই খামার দেখাশোনায় সার্বক্ষণিক সহযোগিতা করেন তার স্ত্রী ও নাতনী। গোলাম মোস্তফার এই কবুতর প্রীতিতে মুগ্ধ প্রতিবেশীরাও। তারাও কবুতরের খামার তৈরীর ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন।
গোলাম মোস্তফা মনে করেন, ইচ্ছে আর পরিশ্রমের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে কবুতরের খামার গড়ে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব।
দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত ও পাকিস্তান থেকে দুর্লভ প্রজাতির কবুতর সংগ্রহ করেন কবুতর প্রেমী গোলাম মোস্তফা।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
আরও পড়ুন