ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শখ-নিলয় আলাদা থাকছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ১৭ জুলাই ২০১৭

ছবি : শখ-নিলয়ের সেই রসায়ন এখন আর নেই

ছবি : শখ-নিলয়ের সেই রসায়ন এখন আর নেই

Ekushey Television Ltd.

জনপ্রিয় জুটি নিলয়-শখ। একে অপরকে ভালোবেসে তারা ২০১৫ সালের জানুয়ারি বিয়েও করেছিলেন।

কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই শোনা যায় তাদের সংসারে ভাঙনের সুর। পরে নিলয়ের সঙ্গে কথা বলে জানা যায়, সংসার ভাঙনের খবর সত্যি নয়।

তখন নিলয় শখের সঙ্গে দুরত্বের খবরকে ভুয়া বললেও মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, ভেঙে যাচ্ছে তাদের দাম্পত্য জীবন। নিলয় জানান, তাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি, প্রক্রিয়া চলছে। নানা কারণেই তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন।

তিনি বলেন, নিলয়ের উত্তরার বাসা ছেড়ে শখ পুরান ঢাকার গেণ্ডারিয়ার বাসায় চলে গেছেন। এই বিষয়ে শখ বলেন, দুদিন আগে মালয়েশিয়া থেকে শুটিং করে দেশে ফিরেছি। এসব ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। সবাই জানে আমি নিলয়ের সঙ্গে থাকি না কয়েক মাস। এর বেশি কিছু জানতে চাইবেন না, প্লিজ!’

এ বছর বিবাহ বার্ষিকীতে ওমরাহ করতে গিয়েছিলেন নিলয়-শখ দুজনই। কাছের মানুষরা আশা করেছিলেন হয়তো নিজেদের মধ্যে সব দূরত্ব গুছিয়ে নেবেন দুই তারকা। কিন্তু সেই আশায় গুড়ে বালি দিয়ে চূড়ান্ত বিচ্ছেদের দিকেই যাচ্ছে নিলয়-শখের দাম্পত্যজীবন।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি