ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শঙ্কা বাড়াচ্ছে দিল্লি, আরও ৫৫০ ভারতীয়র মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১২ নভেম্বর ২০২০

ভারতে মহারাষ্ট্রের পর সংক্রমণ এবার শঙ্কা বাড়াচ্ছে দিল্লিতে। গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণে শীর্ষে রাজধানী। এদিকে, গত একদিনে প্রায় ৪৮ হাজার ভারতীয়র করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে ৫৫০ জনের। তবে আশা জাগাচ্ছে সুস্থতা। 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৯০৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৮৬ লাখ ৮৩ হাজার ৯১৬ জন। 

এর মধ্যে দিল্লিতে দৈনিক আক্রান্ত ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সেখানে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। যা দেশের মধ্যে সর্বোচ্চ। কেরলে তা ৭ হাজার। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ আজ ৫ হাজারের কম। তবে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণ গত কয়েক দিনে অনেকটা কমেছে।  

পশ্চিমবঙ্গের মোট আক্রান্ত বাড়তে বাড়তে এখন ৪ লাখ ১৬ হাজার ৯৮৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭২ জন। করোনা এ রাজ্যে মোট প্রাণ কেড়েছে ৭ হাজার ৪৫২ জনের। তবে রাজ্যের ৩ লক্ষ ৭৬ হাজার কোভিড আক্রান্ত ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৫৫০ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ১২১ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ১২ কোটি ১৯ লাখ ৬২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৯৩ হাজারের বেশি। 

এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে। দ্বিতীয় এবং তৃতীয়তে কর্নাটক এবং তামিলনাড়ু। এর পর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি। পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানাতেও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য।

এছাড়া গত ২৪ ঘণ্টায়ও ৫২ হাজার ৭১৮ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৮০ লাখ ৬৬ হাজার ৫০১ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৪ লাখ ৮৯ হাজার ২৯৪ জনে দাঁড়িয়েছে।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি