ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শচীনকে টপকে ১০ হাজার ক্লাবে রোহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৩

শচীন টেন্ডুলকারকে টপকে ১০ হজার রানের মাইলফলক পার করলেন রোহিত শর্মা। 

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও হাফ সেঞ্চুরির পর থেমে যেতে হয়েছিল রোহিত শর্মাকে। আজ মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষেও হাফ সেঞ্চুরির দেখা পেলেন ভারতের কাপ্তান। 

৫৩ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে দশ হাজার রান করেছেন। ২৪১তম ইনিংসে এই রান করেন রোহিত। 

১০ হাজার রানের মাইলফলক ঝুঁতে কোহলির লেগেছিল ২০৫ ইনিংস। আর তিনে নেমে যাওয়া শচীনের লেগেছিল ২৫৯ ইনিংস।

এ ম্যাচে কোহলির সঙ্গেও একটা রেকর্ড হয়েছে রোহিতের। ওয়ানডেতে অষ্টম জুটি হিসেবে দুজন মিলে যোগ করেছেন ৫ হাজার রান। এ তালিকায় সবার ওপরে টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলীর জুটি, দুজন মিলে যোগ করেছিলেন ৮২২৭ রান।

সব মিলিয়ে ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন রোহিত। তার আগে ভারতের পাঁচজনের আছে এ কীর্তি। 

কোহলি ও টেন্ডুলকার ছাড়াও রোহিতের আগে ১০ হাজারের তালিকায় আছেন সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি