ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শচীন কন্যাকে উত্যক্ত করায় যুবক গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫৮, ৮ জানুয়ারি ২০১৮

শচীন কন্যা সারা তেন্ডুলকরকে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। যুবকের নাম দেবকুমার মাইতি। সে ভারতের পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা। ফোন ট্র্যাক করে মহিষাদলের আন্দুলিয়া গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

রোববার দেবকুমার মাইতিকে হলদিয়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগে জানা গেছে, সারা তেন্ডুলকরকে ফোন করে উত্যক্ত করত মহিষাদলের ওই যুবক। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে ধৃত দেবকুমার মাইতি। সারাকে সে প্রায় ২০ থেকে ২৫ বার ফোন করেছে বলে নিজের মুখেই স্বীকার করে নিয়েছে ওই যুবক। তার কথায় সে শচিনের মেয়ে সারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এরপরই তার ফোন নাম্বর পুলিশকে দেওয়া হয়।

ধৃত দেবকুমার মাইতি তার নিজের হাতে উলকি দিয়ে সারা তেন্ডুলকরের নাম লিখেছেন। প্রাথমিক ভাবে ধৃতের কথাবার্তা শুনে মনে করা হচ্ছে সে মানসিক রোগে ভুগছে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি