শত রানেই শেষ টাইগারদের সাত উইকেট
প্রকাশিত : ২০:১৮, ২১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২০:১৯, ২১ সেপ্টেম্বর ২০১৮
স্কোরবোর্ডে ১০০ রান যোগ করতেই সাত উইকেট হারিয়েছে টিম বাংলাদেশ। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের বিপক্ষেও লোয়ার স্কোরিং রানের লজ্জায় ডোবার শঙ্কায় ভুগছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান।
টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা ১ রান ও মেহেদী হাসান মিরাজ ১৩ রানে অপরাজিত হয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় চাপে পড়ে টিম বাংলাদেশ। বরাবরের মতো লিটন দাস আজও ব্যর্থ। দলীয় ১৫ রানে লিটন ফিরে যাওয়ার স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করতেই বিদায় নেয় নাজমুল হোসেইন শান্ত। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় সাকিব। কিন্তু তিনিও বিদায় নেন দলীয় ৪২ রানে।
এর কিছুক্ষণ পর দলীয় ৬০ রানে বিদায় নেন মোহাম্মদ মিথুন। মিথুনের বিদায়ের পরপরই বিদায় নেন মুশফিকুর রহিম। এরপর মাহমুদ উল্লাহর ব্যাটে ভর করে স্বপ্ন দেখে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহও বিদায় নেন দলীয় ১০১ রানে। পরের ওভারেই বিদায় নেন আরেক ব্যাটসম্যান মুসাদ্দেক হোসেন। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট তুলে নিয়েছেন।
এমজে/