ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

শনাক্ত আরও ২৩ রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২৭ মে ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। তবে গত একদিনে কোভিড শনাক্ত হয়েছে ২৩ জন রোগীর দেহে।

শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ, আগের দিন শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন।

করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩০ জন।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১৬ জনই ঢাকা জেলায়। এছাড়া সিলেটের ৪ জন, এবং গাজীপুর, টাঙ্গাইল ও বগুড়ার ১ জন করে রোগী শনাক্ত হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি