শনাক্ত ফের আড়াই হাজার ছাড়াল
প্রকাশিত : ১৮:৩৬, ৯ জুন ২০২১
দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন। ৪২ দিন পর সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হলো আজ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৩৬ জন।
বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন। ৩৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩ জন ও বেসরকারি হাসপাতালে তিনজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জন।
বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬০৪টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬১ লাখ ছয় হাজার ৭৯১টি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৬৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ।
এসি