ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শনিবারই পৃথিবীতে আছড়ে পড়ছে সৌরঝড়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ২৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

সাবধান! পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে এক ভয়ানক সৌরঝড়। যার ফলে বিঘ্নিত হবে এই গ্রহের যোগাযোগ ব্যবস্থা।

আরও কী কী হবে? বিজ্ঞানীরা অনেক অঘটনেরই আশঙ্কা করছেন। তবে আসলে ব্যাপারটা ঠিক কী ঘটবে, তা ব্যাখ্য়া করেছেন বিজ্ঞানীরা। যেমন, এই সৌর ঝড়ের ফলে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। 

পৃথিবীর দুই মেরুতে আরও ঘনঘন আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যেতে পারে মেরুজ্যোতি। এই মহাজাগতিক ঘটনার ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে এই অঞ্চল, দক্ষিণ মেরু, উত্তর মেরু, উত্তর আমেরিকা, ইউরোপের যাবতীয় রেডিও যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎপরিষেবা। ব্যাহত হতে পারে জিপিএস ও মোবাইল পরিষেবাও।

কী এই জিওম্যাগনেটিক স্টর্ম? নাসার মতে, সৌরবাতাস থেকে যখন এক শক্তিশালী তরঙ্গ পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আছড়ে পড়ে তখন পৃথিবীর আবহে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশ্য শুধু তরঙ্গই নয়, সূর্য থেকে এই সময় পৃথিবীতে আছড়ে পড়ে প্লাজমাও। জানা গিয়েছে, এই ঘটনায় সূর্যের এক্স ১ ফ্লেয়ার বেরিয়ে আসে। সূত্র: জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি