ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শনিবার থেকে ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:০৩, ৭ জানুয়ারি ২০১৮

শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ। ঢাকার বাইরের ২৮টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চার ধাপের নির্বাচনে দুই পর্বের ভোটগ্রহণ আগামী ১৩ ও ১৬ জানুয়ারি ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। এছাড়া শেষ পর্বের ভোটগ্রহণ আগামী ২০ জানুয়ারি রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার আগে ভোটার কার্ড পোলিং অফিসারের কাছে জমা দিয়ে ভোট দিতে হবে। আগামীকাল শনিবার ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। চার পর্বের ভোটগ্রহণ শেষে আগামী ২১ জানুয়ারি ফল ঘোষণার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের গণতান্ত্রিক ঐক্য পরিষদ এবং বিএনপি ও সমমনা দলগুলোর আদর্শের জাতীয়তাবাদী ঐক্য পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে। দুই দলই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে গণতন্ত্র ঐক্য পরিষদের প্রার্থীরা মনে করছেন, ২০১৩ সালের মতোই আবারও তারা নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করবেন।

গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ের সভাপতি এ আর এম মনজুরুল আহসান বুলবুল (ব্যালট নম্বর-৮), অধ্যাপক ড. অসীম সরকার, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. মাকসুদ কামাল, এবিএম বদরুদ্দোজা, অধ্যাপক ডা. এম ইকবাল, অধ্যাপক ডা. এমরান কবির চৌধুরী, এসএম বাহালুল মজনুন চুন্নু, অধ্যাপক ডা. জিন্নাত হুদা, অধ্যাপক ডা. তাজিন আজিজ চৌধুরী, নিজাম চৌধুরী, মাহফুজা খাতুন, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বারী, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার, অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুল আজিজ, ব্যাংকার আতাউর রহমান, ড. মুহাম্মদ লিয়াকত হোসেন মোড়ল, রঞ্জিত কুমার সাহা প্রমুখ।

জানা যায়, শনিবার শেরপুর সরকারি কলেজ, শেরপুর, নেত্রকোণা সরকারি কলেজ, শরিয়তপুর সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল, আগৈলঝরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, বরিশাল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা, ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী, বাউফল সরকারি কলেজ, পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে।

এছাড়া ভোলা সরকারি কলেজ, ভোলা, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর, চৌমুহনী সরকারি এসএ কলেজ, নোয়াখালী, এমসি কলেজ, সিলেট, আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা, সরকারি মাইকেল মধুসূধন কলেজ, যশোর, সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, সরকারি কারমাইকেল কলেজ, রংপুর এবং সরকারি অ্যাডওয়ার্ড কলেজে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া আগামী ১৩ জানুয়ারি নরসিংদী সরকারি কলেজ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ; সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ; সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ; আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ; গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ, ময়মনসিংহ; কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল; গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ; সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর; সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর; রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী; সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর; ব্রাম্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাম্মণবাড়িয়া কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এদিকে আগামী ১৬ জানুয়ারি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজসহ গাজীপুরের বেশ কয়েকটি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (এক থেকে ১৮ হাজার পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮ হাজার এক থেকে ৩৭ হাজার ২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে (৩৭ হাজার ২৩৪ থেকে ৪৩ হাজার ৯৯৭ পর্যন্ত এককালীন সদস্য) আগামী ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সব কেন্দ্রের গণনা শেষে আগামী ২১ জানুয়ারি রোববার ফল ঘোষণা করা হবে।

এমজে/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি