ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করলেন ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৮ আগস্ট ২০২৪

অন্তর্বর্তী সরকারের শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে তার গাড়িবহর বঙ্গভবনের সামনের সড়ক দিয়ে ভেতরে প্রবেশ করে।

এরপরই বঙ্গভবনে প্রবেশের পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী।

রাত ৯টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূস প্রবেশের আগে অন্যান্য উপদেষ্টারা বঙ্গভবনে প্রবেশ করেন।

এর আগে বিকাল থেকে শপথ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করেন।

অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা হলেন- অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া উপদেষ্টা পদে শপথ নিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদিপ চাকমা, উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তালিকা পাওয়া গেছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি