ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শফিক তুহিনের সানগ্লাস চুরি করলো বানর! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ২২:৫৫, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শফিক তুহিন গানের জগতের পরিচিত একটি নাম। অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ‘এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না` বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে যাওয়া সুপারহিট গান। গীতিকার থেকে রাতারাতি তারকা কণ্ঠশিল্পী বনে যাওয়া শফিক তুহিন এরপরেও বেশকিছু গানে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন। শ্রোতাদের এখনও উপহার দিয়ে যাচ্ছেন ভালো গান।

শফিক তুহিন ভ্রমনে রয়েছেন বর্তমানে ইন্দোনেশিয়ার বালিতে। ব্যক্তিগত ভ্রমণের বেশকিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন। এমনই একটি মজার মুহূর্তে শেয়ার করেছেন তিনি। বালির সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে মজার একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

শফিক তুহিন নিজের ফেসবুকে লিখেছেন, `এ স্টোরি অফ অ্যা নটি মাঙ্কি হু হাইজ্যাকড মাই সানগ্লাস`

তিনি আরো লিখেন, ‘আমার সাধারণত সানগ্লাস পরা হয় না; তাই বুঝি বানরের আমার ফ্যাশন সহ্য হলো না। ভরদুপুরে বন্ধু কাউসার যখন মনোযোগ দিয়ে আমার ফটো তুলতে ব্যস্ত ঠিক তখনই সন্তর্পণে বানরটি জনসম্মুখে আমার সানগ্লাসটি ছিনতাই করে নিয়ে নিজেই চশমা পরে স্টাইল করতে ব্যস্ত হয়ে গেল। কি আজবরে বাবা!` 

সেই দৃশ্যগুলো স্থিরচিত্রের মাধ্যমে শেয়ার করেছেন শফিক তুহিন। ভক্তরা এই ঘটনায় বেশ মজাই পেয়েছেন বলা যায়। তাই সবাই তার পোস্টে মজার মজার মন্তব্যে করছে।

এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি