
সুনির্দিষ্ট মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার সকালে জেলা রেজিস্ট্রারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তদন্তের পর দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসময় অর্পিত সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আইন সংস্কার করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। জনগণের সম্পত্তি যাতে তারা সঠিকভাবে ভোগ দখল করতে পারে সেজন্য জেলা রেজিস্ট্রারদের আরো মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।